লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স একথা জানান।
তিনি বলেন, ম্যাডামের প্রিয় শিল্পী ফরিদা পারভীন, উনার গানের একজন ভক্ত। তার শারীরিক অবস্থায় নিয়ে ম্যাডাম খুবই উদ্বিগ্ন। আমাকে বলেছিলেন, উনার অবস্থা কেমন, উন্নতি হচ্ছে কিনা জেনে যেন জানাই। আমি বৃহস্পতিবার রাতেই হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকদের সাথে কথা বলেছি, পরিবারের সাথে কথা বলেছি, শিল্পীকেও আইসিইউতে গিয়ে দেখেছি এবং উনার শারীরিক অবস্থা নিয়ে ম্যাডামের উদ্বেগের কথা বলেছি।
প্রিন্স বলেন, শিল্পীর অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি দেখা গেছে। ম্যাডামকে শিল্পীর সর্বশেষ অবস্থা রাতেই আমি জানিয়েছি। ম্যাডাম বলেছেন, শিল্পীর শারীরিক অবস্থার যেন সবসময় আমরা খোঁজ-খবর রাখি।
গত ৫ জুলাই থেকে মহাখালীর ইউনির্ভাসেল মেডিকেল কলেজ এন্ড হসপিটালের(আয়শা মোমোরিয়াল হসপিটাল) আইসিইউতে ভর্তি আছেন এই শিল্পী। গত ৯ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে নিজে গিয়ে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে টেলিফোনে কথা বলে শিল্পীর চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
শিল্পীর উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপি মহাসচিব।
বিএনপি মহাসচিব শিল্পী পরিবারের হাতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সহযোগিতা প্রদান করেন। ৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।