ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেকজন। গতকাল বুধবার রাত ৮টার কিছু পরে রাজধানীর পান্থপথে বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা মুছাব্বিরকে লক্ষ্য করে ৫টি গুলি করে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁয়ের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় একজন নেতা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত জরুরি বিভাগে ছিল। এ ঘটনায় পুলিশ, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ জানায়, এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, ঘটনার তদন্ত চলছে।