নতুন রাজনৈতিক দল নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এনপিএর মুখপাত্র হিসেবে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। ৩ মুখপাত্র হলেন- ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত ও তুহিন খান। এছাড়া ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।