মামলায় আসামী ফয়সাল ॥ তদন্তে ডিবি

ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী ৫ দিনের রিমান্ডে

হালুয়াঘাট সীমান্ত দিয়ে গুলীবর্ষণকারীর পালানোর বিষয়ে নিশ্চিত নয় বিজিবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী গুরুতর আহত শরীফ ওসমান বিন হাদীকে সংজ্ঞাহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ সময় তার সাথে ছিলেন পরিবারের পক্ষ থেকে দুই ভাই। সিঙ্গাপুরে হাদীর চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার। হাদীর ওপর পরিকল্পিত হামলার ঘটনার পর কেটে গেছে চারদিন। এই চারদিনেও হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। হামলাকারীদের নিয়ে জনমনে ওঠা নানা প্রশ্নেরও জবাব মিলছেনা কোন তরফে। হামলাকারীরা কোথায়, সে প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও নানা সূত্রে দাবি করা হয়েছে, হামলাকারীরা ঘটনার পর প্রথমে আত্মগোপনে, পরে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা তথ্য বের হয়েছে। তবে, এ নিয়ে সরকার বা আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তারা বলছেন, হামলাকারীদের গ্রেফতারে সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চলছে। তাদের খুঁজে বের করতে সন্দেহভাজন হিসেবে পরিবারের সদস্যসহ বেশ কজনকে ধরার পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে হাদীকে হত্যা চেষ্টার ঘটনায় রোববার রাতে রাজধানীর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলাটি তদন্তের জণ্য গতকাল সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে ইতোমধ্যে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকার বিজয়নগরে চলন্ত মোটরসাইকেল থেকে হাদীকে গুলী করা হয়। এ ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ। গুলীটি লাগে হাদীর মাথায়। গুরুতর আহত হাদীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলী চালান ছাত্রলীগের নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল, চালক ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে হাদীকে অনুসরণকালে (রেকি) এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন। তার নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।

মামলায় আসামী ফয়সাল করিমসহ অজ্ঞাতনামারা

হাদীকে গুলী করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর তিনদিনের মাথায় রোববার রাতে মামলাটি করা হয়। পুলিশ বলেছে, মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ গতকাল সোমবার সন্ধ্যায় দৈনিক সংগ্রামকে বলেন, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বাদী হয়ে মামলাটি করেছেন। হত্যার পরিকল্পনা, অর্থের জোগানদাতা পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, হাদীকে গুলীর ঘটনায় পল্টন থানার দায়েরকৃত মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবে। পুলিশ নথিপত্র পেয়েছে। মামলাটি তদন্তের জন্য ডিবির ইন্সপেক্টর ফয়সালকে দায়িত্ব দেয়া হয়েছে। তদারকি করবেন ডিবির মতিঝিল জোনের এডিসি, ডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও এ ঘটনায় ডিবি আগে থেকে ছায়া তদন্ত করছে।

ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী ৫ দিনের রিমান্ডে

হত্যাচেষ্টার মামলায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান তাদের পাঁচ দিন করে রিমান্ডে দেওয়ার তথ্য দেন। এর আগে র‌্যাব রোববার নরসিংদীর সদর থানা এলাকা থেকে সামিয়া ও সিপুকে এবং মারিয়াকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে।

গতকাল সোমবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। তাদের গ্রেপ্তারের পর র‌্যাব জানিয়েছিল, শুক্রবার হাদীকে গুলীর আগে ও পরে তাদের সঙ্গে সন্দেহভাজন ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা। তাদের তিনজনসহ হাদীকে হত্যাচেষ্টার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে গ্রেপ্তারের আগে হাদীকে গুলীর সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে হান্নানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

অপরদিকে হাদীকে গুলীবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

হাদীর গুলীবিদ্ধ মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’

হাদীর শরীরের অন্য অঙ্গগুলো এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। গতকাল সোমবার দুপুরে ওসমান বিন হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সায়েদুর রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে এ ব্রিফিং হয়।

বেলা দেড়টার কিছু সময় আগে হাদীকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরে ঢোকে। এরপর বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

ব্রিফিংয়ে সায়েদুর রহমান বলেন, ‘ওনার (হাদীর) গুলীবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো... কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এ তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য বলা যেতে পারে। বিভিন্ন ওষুধ আর অক্সিজেনের মাধ্যমে এগুলোকে মোটামুটিভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদীর সঙ্গে গেছেন তাঁর বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। গতকাল এ বিষয় নিশ্চিত করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আর কেউ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

সায়েদুর রহমান জানান, এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল টেলিকনফারেন্সে যোগাযোগ করেছে। তিনি আরও বলেন, ‘আমরা শুধু তাঁর জন্য দোয়া চাইব। এটুকু বলতে পারি, যদি আল্লাহ রহম করেন, তাহলে হয়তো হাদী একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসবেন।’ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও ঢাকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ একসঙ্গে ওসমান বিন হাদীকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সায়েদুর রহমান।

হাদীর চিকিৎসার জন্য টাকাপয়সা কোনো ব্যাপার না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট (রাষ্ট্রীয় কোষাগার) থেকে তাঁর চিকিৎসার অর্থ দেওয়া হবে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ওসমান হাদীর চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, তার চিকিৎসাপ্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সীমান্ত দিয়ে গুলীবর্ষণকারীর পালানোর বিষয়ে নিশ্চিত নয় বিজিবি

হাদীর ওপর গুলীবর্ষণকারী ও জড়িত ব্যক্তিরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান।

লিখিত বক্তব্যে জানানো হয়, ১২ ডিসেম্বর ঢাকায় ওসমান হাদীর ওপর গুলীবর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবস্থানরত ফিলিপ স্নাল নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারবেন, তবে ফিলিপকে পাওয়া যায়নি। ফিলিপের স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারোমারী বিওপিতে আনা হয়েছে। গতকাল ভোরে ফিলিপ স্নালের আত্মীয় বেঞ্জামিন রিচান (৩০) নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।