মুসলিম নারীদের ধর্মীয় বিধান নিকাব সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরকে গ্রেফতারের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। এজন্য তারা গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় তারা মোশাররফ আহমেদ ঠাকুরকে গ্রেফতারের দাবি জানান। এসময় উপস্থিত সহস্রাধিক নারী অধিকার কর্মী মোশাররফ আহমেদ ঠাকুরের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ডক্টর শামীমা তাসনীম বলেন, মোশাররফ আহমেদ ঠাকুর একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতা এবং একই সাথে তিনি একজন সাংস্কৃতিক কর্মী। কিন্তু তিনি নিকাব পরিহিত নারী সমাজকে নিয়ে যেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন সেই মন্তব্য সরাসরি নারীর স্বাধীনতা ও অধিকারের উপর আঘাত করার শামিল। তিনি মুসলিম নারীদের নিকাবকে ইহুদী বেশ্যা নারীর পোশাক দাবি করে মুসলিম নারী সমাজকে অপমাণ করেছেন।
সংগঠনের সেক্রেটারি নাজমুন নাহার বলেন, মোশাররফ আহমেদ ঠাকুর নিকাব নিষিদ্ধ কাজে নিয়োজিত ভিন্ন ধর্মের নারীদের পোশাক দাবি করে মুসলিম নারীদের অপমাণিত এবং লাঞ্ছিত করেছে। তার এই বক্তব্য মুসলিম নারীদের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারে আঘাত এনেছে। তার কুরুচিপূর্ণ মন্তব্য সমাজে উসকানি সৃষ্টি করে নৈরাজ্য হতে পারে।
সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ডক্টর ফেরদৌস আরা খানম বলেন, মোশাররফ আহমেদ ঠাকুর নারীদের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে নারী সমাজকে অপমানিত করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য নারী সমাজ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে। নিকাব পরিহিত একজন নারীকে বেশ্যার সঙ্গে তুলনা করে নারী সমাজকে অপমাণিত ও লাঞ্ছিত করার দায়ে অনতিবিলম্বে মোশাররফ আহমেদ ঠাকুরকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী কালীন সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন নারী অধিকার আন্দোলনের সহকারী সম্পাদিকা যথাক্রমে ডা. তাহেরা বেগম, ড. সাজেদা হুমায়ারা, এডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া প্রমুখ। নিকাব নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ‘নারী অধিকার আন্দোলন’-এর পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপিত করা হয়।