সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ শুক্রবার (২৭ জুন) সারাদেশে উদ্যাপিত হচ্ছে। ঢাকাসহ দেশের ১২৮টি স্থানে এ উৎসব আয়োজিত হবে, যার আয়োজন করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ।
ইসকনের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী জানান, ঢাকার রথযাত্রা উৎসব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। রাজধানীর স্বামীবাগ আশ্রমে সকাল ৮টায় বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর দুপুর দেড়টায় আলোচনা সভা ও বিকেল ৩টায় শোভাযাত্রার উদ্বোধন হবে।
বর্ণাঢ্য রথযাত্রাটি স্বামীবাগ থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, মতিঝিল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররমের উত্তর গেট, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকা অতিক্রম করে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে।
প্রত্যাশা করা হচ্ছে, এবারের উৎসবে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটবে। শোভাযাত্রার নিরাপত্তায় পুলিশ প্রশাসন ছাড়াও ইসকনের ৫০০ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।