গতকাল বুধবার সকাল ১০টায় রাজধানী ঢাকার হোটেল শেরাটনে ব্রাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টর সামিট ২০২৫-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ মোবারক হোসাইন সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
তিনি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। আমরা বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক নিরাপত্তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, শিল্প ও বাণিজ্য বিভাগের সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের পিএস মো. হাসান ফয়জুল্লাহ।
উল্লেখ্য, এই ইনভেস্টমেন্ট সামিটে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের একটা বড় টিমসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী এবং সৌদি আরব, কানাডা ও জাপানের বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, শিল্পোন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দল আশা প্রকাশ করে যে, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।