সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হচ্ছে ২১ নভেম্বর, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয় শিক্ষা অধিদফতর।
এবারও দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হবে ডিজিটাল লটারির মাধ্যমে। আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এরপর ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন।
ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, এবারের ভর্তি প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। তিনি বলেন, অনলাইনে আবেদন গ্রহণ ও লটারির পুরো কার্যক্রম টেলিটকের সহায়তায় সম্পন্ন করা হবে।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মাউশির মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি কার্যক্রমের সময়সূচি চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১২ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রধান শিক্ষকরা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন।
১৩ নভেম্বর থেকে টেলিটক আবেদন প্রক্রিয়া চালু করবে এবং ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে ভর্তি বিজ্ঞপ্তি। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা বাতিল করে লটারি পদ্ধতি চালু হয় কয়েক বছর আগে। করোনাভাইরাস মহামারীর সময় ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতেই এই পদ্ধতি প্রযোজ্য হয়। এবছরও সেই নিয়মে ভর্তি সম্পন্ন হবে।
এর আগে গত বছর ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদন শুরু হয় এবং ৩০ নভেম্বর পর্যন্ত চলে। সে সময় আবেদন ফি নির্ধারিত ছিল ১১০ টাকা।