ফালাহ-ই-আম ট্রাস্টের উদ্যোগে গতকাল রোববার সকাল ১০ টায় আল-ফালাহ মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান ও সীরাত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভাইস চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।

সভাপত্বি করেন, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, সমাজ সেবক ও ফালাহ-ই-আম ট্রাস্ট চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পাবলিকেশন্স লিমিডেট এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ নূরুল আমিন, ফালাহ-ই-আম ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল লতিফ, কার্যনির্বাহি সদস্য নাজিম উদ্দিন, সেক্রেটারি ড. মো. হাবিবুর রহমান, ট্রাস্টের সদস্য আতাউর রহমান সরকার, সাপ্তাহিক সোনারবাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহম্মদ ভুইয়া। আরও উপস্থিত ছিলেন, খন্দকার রুহুল আমিন ডেপুটি ম্যানেজার আল ফালাহ প্রিন্টিং প্রেস, ফালাহ-ই-আম ট্রাস্টের অফিস ইনচার্জ মো: আকতার হোসেন প্রমুখ।

বিজয়ীদের মধ্যে বক্তব্য রাখে মানারাত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী রাজিয়া সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন, ড. মো: হাবিবুর রহমান সেক্রেটারি ফালাহ-ই-আম ট্রাস্ট।

উল্লেখ্য যে, ফালাহ-ই-আম ট্রাস্ট প্রতিবছরের ন্যায় এ বছরও শিক্ষাবৃত্তি প্রদান ও সীরাত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে। প্রেসবিজ্ঞপ্তি।