দেশের সব জায়গায় এবার দুর্গাপূজা নির্বিঘেœ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। শনিবার একটা সংগঠন সাংবাদিক সম্মেলন করে বলেছে এবার পূজা উদযাপনে ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। সেসব জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কী নির্দেশনা দেওয়া হয়েছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ?’

আমার কাছে আছে এবং এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে- জানাতেই তিনি বলেন, তালিকাটা দিলে আমরা সেই ব্যবস্থা নেবো। আমার কাছে তো এই তথ্য দেয়নি। আমাদের কাছে যেগুলো ঝুঁকিপূর্ণ, আমরা তো সেগুলো পূজার আগে বলি। উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সব জায়গায় এবার পূজা নির্বিঘেœ হবে। কোনো জায়গা ওই রকম ঝুঁকিপূর্ণ নেই।

আসন্ন পূজা নিয়ে বৈঠকে বেশি আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পূজা শুরু হবে আগামী ২৮ তারিখ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে ২৪ সেপ্টেম্বর থেকে। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে ম-পে পূজা কমিটিগুলো সাতজন করে গার্ড রাখবে। এখন হয়তো দু-একটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটছে। এখন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হয়নি, তাই তাদেরই (পূজা কমিটি) মূল দায়িত্ব এগুলো দেখা। তিনি বলেন, এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক পূজাম-পে মোতায়েন করবে। আমরা ভাবছি সব যদি ঠিকঠাক থাকে পূজাটা ভালোভাবে উদযাপিত হবে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার পবিত্রতা রক্ষা করাও সবার দায়িত্ব। অনেক সময় দেখা যায়, এমনকি আমরা যখন পরিদর্শনে যাই তখনও দেখি অনেক সময় খেয়াল করে না জুতা নিয়ে ম-পে উঠে যায়। এগুলোর বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে।

মাদকের পরিবর্তে দেশ থেকে চাল, সার, ওষুধসহ অন্যান্য সামগ্রী চলে যাচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, পটুয়াখালী, বরগুনা, ভোলা- এসব এলাকা থেকে চাল এবং সার চলে যায়। এটা যেহেতু সাগর দিয়ে যায়, তাই আমরা বিশেষভাবে নৌবাহিনী এবং কোস্টগার্ডকে নির্দেশনা দিয়েছি। যেভাবে হোক এটা বন্ধ করতে হবে। মাদক ধরা অনেক বেড়ে গেছে। যখন ধরা বেশি পড়ে, তখন মাদকের দাম বেড়ে যায়। মাদককে কীভাবে সমূলে বিনষ্ট করে দেওয়া যায়, সেটা নিয়ে আমাদের চিন্তা-ভাবনা আছে। আমাদের এখান থেকে সার এবং চাল যাতে না যেতে পারে সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব।

সনাতন ধর্মাবলম্বীরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রতিমা ভাঙচুর শুরু হলে বুঝা যায় দুর্গাপূজা এসেছে- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, আপনারা দেখেন এবার ভাঙচুরের সংখ্যা কি খুব বেশি? দুই একটি জায়গায় যে হয়নি, তা আমি বলবো না। সে ক্ষেত্রে তাদেরও দায়িত্ব রয়ে গেছে। যেখানে সিসিটিভি লাগানো আছে সেখানে ভিডিও ফুটেজ দেখে কিন্তু তাদের ধরা হয়ে গেছে। স্থানীয় পর্যায়ে কোনো সমস্যা নেই। সবাই মিলে ভালোভাবেই উদযাপন করছে। দু-একটি জায়গায় যে ছোটখাটো দুই একটি ঘটনা ঘটছে না সেটা অস্বীকার করবো না। সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আপনাদের বলতে পারি নির্বাচনটা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলবে, তারাই একটা সমাধানের মধ্যে আসবে। নির্বাচনের সময়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ও দেখবেন দু-একটা ঘটনা ঘটে।