দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।
পাশাপাশি সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের জন্য সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।
গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
২০১৯ সালের ২৬ মে কাউন্সিলরদের সরাসরি ভোটে অধ্যাপক হারুন আল রশীদ সভাপতি এবং ডা. মো. আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২৪ সালের ২৫ মে এই কমিটির মেয়াদ শেষ হয়।
সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
১২ সদস্যের ড্যাবের সম্মেলন প্রস্তুতি ও কাউন্সিল পরিচালনা কমিটির সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, অধ্যাপক মামুন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য লুৎফর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম রফিকুল ইসলাম, পারভেজ রেজা কাকন, সদ্য বিলুপ্ত কমিটির শাহ মোহাম্মদ আমান উল্লাহ, এরফান আহমেদ সোহেল ও মোস্তফা আজিজ সুমন।