আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে রাজনৈতিক দল ও গণমাধ্যমের সাথে সংলাপসহ বিভিন্ন বিষয় উল্লেখ থাকবে।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, ২২টি রাজনৈতিক দলের আবেদন প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে পাঠানো হবে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের জন্য। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যা নিয়মিতভাবে পর্যালোচনা ও আলোচনা করা হচ্ছে এবং এসব বিষয়ে ধাপে ধাপে গণমাধ্যমকে অবহিত করা হবে।
প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, এ বিষয়ে কোথায়, কোন পদ্ধতিতে এবং কত দিনের মধ্যে কার্যক্রম শেষ করতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনার পর ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
প্রতি সপ্তাহে অন্তত একদিন বা দুই দিন গণমাধ্যমের সঙ্গে তিনি এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) কথা বলবেন বলেও সচিব জানান।
নির্বাচনি রোডম্যাপে কী কী থাকবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোডম্যাপ প্রকাশের সময়ই তা জানানো হবে এবং এতে অংশীজনদের সঙ্গে সংলাপ, গণমাধ্যমের সঙ্গে সংলাপ, আইন-বিধি সংশোধনসহ যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করে ইসি।
এদিন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে তথ্যটি জানা যায়।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবকিছু প্রস্তুত করছে নির্বাচন কমিশন।