রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস নামের একটি সংগঠনের কার্যালয়ে ঢুকে চালানো হামলায় একজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলম জানান। হামলায় আহত রেজওয়ান (২৩) নামে সংগঠনের এক সদস্যকে উত্তরা ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, উত্তরা ৬ ও ৮ নম্বর সেকশনের মাঝে ওই সংগঠনের কার্যালয়ে ঢুকে ৩/৪ জন হামলা চালায়। হামলায় রেজওয়ান মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেওয় হয়। উত্তরা ইউএসবি স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসকের বরাতে তিনি বলেন, রেজওয়ান আশঙ্কামুক্ত। ঘটনাটি ব্যক্তিগত শত্রুতা না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে ফেরার পথে হামলার শিকার হওয়ার বিষয়টি ঠিক নয়। হামলার সময় আহত ব্যক্তি জুলাই রেভেলসের কার্যালয়ে ছিলেন।

এদিকে, হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল রোববার ভোর সাড়ে ৫টায় ঢাকার দক্ষিণখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।