কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্রাফট ইন্সট্রাক্টরদের (ল্যাব সহকারী) দ্রুত সরানোসহ কয়েকটি দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে দেড় ঘণ্টা সড়ক আটকে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত সাত রাস্তা মোড়ে তাদের অবরোধের কারণে যানজটে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
‘কারিগরি ছাত্র আন্দোলন’ নামে ব্যানারে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দাবিদাওয়া নিয়ে অনেকদিন ধরেই তারা আন্দোলন করছেন বলে সাব্বির হোসেন হৃদয় নামে এক শিক্ষার্থীর ভাষ্য। তিনি বলেন, “২০২১ সালে ক্রাফট ইন্সট্রাক্টর (ল্যাব সহকারী) পদে নিয়োগ প্রক্রিয়া ছিল নানাভাবে বিতর্কিত। এই নিয়োগ প্রাপ্তদের কারিগরি অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত অন্য কোথাও স্থানান্তর করা আমাদের দাবির মধ্যে অন্যতম।”
কারিগরি বোর্ড সংস্কারের কথা তুলে ধরে তিনি বলেন, “ননটেকনিক্যালদের দিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থায় কোনো উন্নতির সম্ভাবনা নেই।” অন্য দাবিগুলো হল- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর করা, উপ সহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কারও আবেদনের সুযোগ না রাখা, উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ‘মনোটেকনিক’ শিক্ষার্থীদের প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ আসন নিশ্চিত করা। এসব দাবি না মানলে আলোচনা করে বড় কর্মসূচি দেওয়ার কথা বলেন সাব্বির হোসেন হৃদয়।
তাদের অবরোধে যানজটের কারণে মগবাজারের দিক থেকে আসা যানবাহনগুলোকে এফডিসি মোড়ে ডাইভারশন করে দেওয়া হয়। মহাখালীর দিক থেকে আসা যানবাহনগুলোতে লাভরোড মোড় দিয়ে ডাইভারশন করা হয়।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ কমিশনার রফিকুল ইসলাম বলেন, দুপুর দেড়টার পরে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।