বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব অবস্থান করছেন। গতকাল বুধবার মক্কায় প্রবাসীদের সংগঠন বিপিএস এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রবাসীদের ভোটাধিকারের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তারা যেন বিদেশ থেকে স্বচ্ছতা এবং স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, তাদের রেমিট্যান্স যোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দিবেন নাÑএটা হবে না।
বিপিএস সভাপতি মাওলানা আযাদ সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমীরে জামায়াত আরো বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছেন। এজন্য আমাদের ন্যায্য, বলিষ্ঠ, স্বচ্ছ ও সুস্পষ্ট দাবি, বিদেশে থাকা প্রবাসীদের প্রত্যেককে ভোটাধিকার দিতে হবে।
আমীরে জামায়াত গত ৩০ জুন মদীনায় পৌছেন। ১ লা জুলাই মক্কায় পৌছে উমরাহ পালন করেন। আজ বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন।