দৈনিক সংগ্রামের সর্বস্তরে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, বকেয়া পরিশোধ ও মূল্যায়নের দাবিতে গতকাল শনিবার বার্তাকক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ডিইউজে দৈনিক সংগ্রাম ইউনিট প্রধান সামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, দৈনিক সংগ্রামে বিরাজমান বৈষম্যদূরীকরণে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সভায় সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকগণের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলা হয়, ঘোষিত সময়ের মধ্যে কার্যক্রম দৃশ্যমান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় বক্তব্য রাখেন বার্তা সম্পাদক সাদাত হোসাইন, সিনিয়র সাব এডিটর আশরাফুল ইসলাম ও মোহাম্মদ নূরুল হুদা, রিপোর্টিং বিভাগ থেকে নাসির উদ্দিন শোয়েব, জাফর ইকবাল, ইবরাহীম খলিল ও হিসাব বিভাগের কর্মকর্তা রাশেদুল ইসলাম, বিজ্ঞাপন ম্যানেজার আফতাবুর রহমান, সম্পাদনা বিভাগের ইনচার্জ আবু ইউসুফ, কম্পিটার ইনচার্জ সাইদুর রহমান ও নূরুল আলম, বিজ্ঞাপন বিভাগের মো. হাবিবুল্লাহ হাবিব, স্পোর্টস বিভাগ থেকে ইকবাল হাসান,
ফটো-সাংবাদিক নবিউল ইসলাম নয়ন, সার্কুলেশন বিভাগের আবদুস সোবহান ও খন্দকার ফজলুল হক, টেলিফোন অপারেটর গোলাপ হোসেন, গাড়িচালক মোমিনুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন, বার্তা বিভাগেরÑ কামরুজ্জামান হিরু, রফিকুল ইসলাম মিঞা, তোফাজ্জল হোসাইন কামাল, অনলাইন বিভাগের নজরুল ইসলাম, শাহীদার রহমান, মনিরুল ইসলাম, মহসিনুল হক, ফটো সাংবাদিক আরিফুল ইসলাম, কম্পিউটার বিভাগের হোসেন আহমেদ, রেজাউর রহমান, নূর মোহাম্মদ, নিজামউদ্দিন, বিজ্ঞাপন বিভাগের কামরুল ইসলাম, প্রেসের আবু বকর সিদ্দিক, আনিসুর রহমান, সার্কুলেশনের তোফাজ্জল হোসাইন, সম্পাদকীয় বিভাগের রেদওয়ান আহমেদ, সাধারণ বিভাগের আমিনুল ইসলাম, হাসান ইমাম, মো. আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, সৈয়দ মামুন মোস্তাক, মোহাম্মদ আব্বাস আলী প্রমুখ।
যৌথসভা থেকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে ২৫ মার্চ পর্যন্ত সভা মুলতবি করা হয় এবং বলা হয় দৈনিক সংগ্রামের বৈষম্য দূরীকরণে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের সূচনা হবে। এর দায়দায়িত্ব সংগ্রাম কর্তৃপক্ষকেই নিতে হবে।