বৈধভাবে অবস্থানের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করা বিমানটি অবতরণ করে। এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এদিকে এখন পর্যন্ত তিন ধাপে যুক্তরাষ্ট্র থেকে ১৮৭ প্রবাসী বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশীসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।

গতকাল শুক্রবার পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, তাদের বিষয়ে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র থেকে হাতকড়া পরিয়ে ৩০ বাংলাদেশীকে উড়োজাহাজে তোলা হয়। সেখানে তাদের হাতকড়া পরা ছিল। তবে উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের হাতকড়া খুলে দেওয়া হয় বলে বাংলাদেশিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন।