গত ৩ জানুয়ারি শনিবার রাত ৮টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট রায়পুর কর্তৃক লক্ষ্মীপুরের রায়পুর থানাধীন হায়দারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে মোঃ শামীম হোসেন লিটন (৪২) কে আটক করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানায় হস্তান্তর করা হয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রেসবিজ্ঞপ্তি।