গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আহদের দেখতে যান। তার সঙ্গে ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন এবং মাধবদি উপজেলা জামায়াতের আমীর মোঃ আবদুল আজিজ।
এ সময় এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য দায়িত্বরত চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইন্সটিটিউট (আইআরআই) এর এক প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে নিয়ে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।