অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪৭৮ কোটি টাকা ঋণের নামে তুলে আত্মসাতের অভিযোগে চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী, একই গ্রুপের পরিচালক মাহবুবা হাসনাত মাহিন চৌধুরী, মো. ফজলুল করিম ও মো. মিনহাজুল ইসলাম।
রাজধানী
প্রিমিয়ার ব্যাংকের ৪৭৮ কোটি টাকা তছরুপ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪৭৮ কোটি টাকা ঋণের নামে তুলে আত্মসাতের অভিযোগে চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।