পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমালেন দৈনিক সংগ্রামের সদাহাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব বিজ্ঞাপন রিপ্রেজেনটিটিভ মুনিরুজ্জামান মোল্লা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার বিকেলে রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তার ইন্তিকালে দৈনিক সংগ্রাম পরিবার শোকাহত।
চুল দাঁড়ি সাদা হয়ে গেলেও মানুষটির মধ্যে ছিল তারুণ্যে ভরপুর। তিনি ছিলেন সুস্থ সাবলীল। তার চালনবলন, কথাবার্তা ছিল একেবারেই সামর্থ্যবান যুবকের মতো। অফিসের যে কারো সাথে দেখা হলে তার মুখে হাসি ঝরতো। কথা বলতেন আন্তরিকতা নিয়ে। আলাপ করতেন পারষ্পারিক নানা বিষয় নিয়ে। সারাদিন চলমান থাকতেন পেশাগত কাজে। হঠাৎ করেই গতকাল সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসে।
মুনিরুজ্জামান মোল্লার মৃত্যুতে দৈনিক সংগ্রামে দোয়ার আয়োজন করা হয়। মাগরিবের নামাযের পর তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক সাদাত হোসাইন। উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, চীফ রিপোর্টার সামছুল আরেফীনসহ সহকর্মীরা।
মুনিরুজ্জামান মোল্লা নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আন্দুল গনি মোল্লা। আজ সোমবার সকাল ১০টায় নিজ গ্রামে জানাযা হবে।