বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানের শক্তিকে ‘কালো শক্তি ও রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দিয়েছে। তার এমন বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সেক্রেটারি মহিউদ্দিন খান মন্তব্য করছেন ‘দায়মুক্তির কালচার থেকে বের হয়ে আসতে না পারলে ক্ষমতার আশপাশে থাকা ব্যক্তিরা ভয়ঙ্কর হয়ে উঠবে।
রোববার (২৪ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মহিউদ্দিন খান ফেসবুক পোস্টে লেখেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যখন কোনো কথা বলেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য বলে দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের সফলতার পেছনে আছে হাজারো শহীদ, আহত আর সংগ্রামী মানুষেরা। সবার শাহাদত এবং ত্যাগকে ‘কালো শক্তি’ বলার দুঃসাহস এমন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে যদি কেউ করে তাহলে আমাদের ধরে নিতে হবে সে দলীয় প্রশ্রয়েই এমন স্পর্ধা দেখিয়েছেন।’
ঢাবি শিবিরের সেক্রেটারি লেখেন, ‘দায়মুক্তির কালচার থেকে বের হয়ে আসতে না পারলে ক্ষমতার আশপাশে থাকা ব্যক্তিরা ভয়ঙ্কর হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের নেপথ্যে কালো শক্তির যে বয়ান ফজলু দাঁড় করাচ্ছেন গত এক বছর ধরে সেটা সরাসরি আওয়ামী বয়ান।’
ছাত্রশিবিরের এই নেতা আরও লেখেন, ‘এটা যদি বিএনপির অফিশিয়াল বক্তব্য না হয়, তাহলে ফজলুকে দায়মুক্তি না দিয়ে বহিষ্কার করবে বলে আমরা আশা রাখি।’