দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনমারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখনও পর্যন্ত সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। চলতি বছর এখনও পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পুরুষ ওই রোগীর বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে। অধিদফতর আরও জানায়, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৪ জন নারী। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ২ জন, আর ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। ৩০ জনের মধ্যে জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারি আর মে মাসে ৩ জন করে, মার্চে কারও মৃত্যু হয়নি, এপ্রিলে ৭ জনের এবং চলতি মাসে এখনও পর্যন্ত ৭ জন মারা গেছেন।

এদিকে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার (১৫ জুন) সকাল ৮টার মধ্যে তিনি মারা যান। এ সময় রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। স্বাস্থ্য অধিদফিতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে দেশে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪১০ করোনা রোগী। আর শনাক্ত ২৬ জনকে নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনের।