বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড সি-ব্লক খিলগাঁও পশ্চিম থানা ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সম্প্রতি উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমদ। কবির আহমদ বলেন, বাংলাদেশে শহরে, গ্রামে, হাটে, গঞ্জে মানুষের একটাই দাবি পরিবর্তন চাই। তারা বলে যে, সকল দল দেখা শেষ এবার জামায়াতে ইসলামীকে দেখতে চাই। বিগত সরকারের যারা ছিল তারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। জনগণের টাকা, জনগণের সম্পদ বিদেশে আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ীঘর করেছে। কারণ তারা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করত। আজ ব্যাংকে ১ লক্ষ টাকার চেক দিয়ে টাকা তুলতে গেলে দেখা যায় ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। কারণ বিগত সরকার জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে আরাম আয়েশে জীবন-যাপন করছে। জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তবে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। জনগণের সম্পদকে আমানত মনে করবে। এবং দেশের শাসক নয় সেবক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। অতীতের স্লোগান ছিল ‘আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো’ কিন্তু বর্তমানে মানুষের নৈতিক চিন্তার পরিবর্তন হয়েছে। এখন সবাই বলে যে, ‘আমার ভোট আমি দেবো সৎ এবং যোগ্য লোককে দেব’। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। ৩০০ আসনেই জামায়াতের প্রার্থী রয়েছে। আপনারা তাদের দেখুন যদি আপনাদের কাছে যোগ্য মনে হয় তাদেরকে ভোট দিয়ে জয়ী করুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হবে।
রাজধানী
জামায়াতের মহানগরী দক্ষিণের খিলগাঁও পশ্চিম থানায় উঠানবৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড সি-ব্লক খিলগাঁও পশ্চিম থানা ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সম্প্রতি উঠানবৈঠক অনুষ্ঠিত হয়।
Printed Edition