নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ও চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই’র মধ্যে এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চীনের সাংহাইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে নৌ-পরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন, মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি এবং চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে লোন চুক্তি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। উভয়পক্ষ চীনের ইয়ানতাই বন্দর ও মোংলা বন্দরের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত পোষণ করে। নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, চীনের বন্দর পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো সম্ভব। তিনি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি সীফেয়ারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের আহ্বান জানান। চীনের পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। এ আলোচনা দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করবে বলেও তারা আশা প্রকাশ করেন।