কেশবপুর (যশোর) সংবাদদাতা : স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া বিজ্ঞাপণ দিয়ে শিক্ষার্থীদের সাথে প্রতারণ করার অভিযোগে কেশবপুরে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনকে (পিটিএফ) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করনে।
জানা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড়ে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে একটি প্রতিষ্ঠান গড়ে প্রধান কার্যালয় হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একে আজাদ ইকতিয়ার নামে এক ব্যক্তি। কেশবপুর উপজেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলা শহরে এর শাখা রয়েছে। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের সামনে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়াভাবে বিজ্ঞাপণ দিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি বিজ্ঞাপণের সাইনবোর্ড লাগানো হয়। ওই বিজ্ঞাপণ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিষ্ঠানটি হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন সরেজমিনে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো অনুমোদন না থাকার অভিযোগে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান একে আজাদ ইকতিয়ারকে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র পল্লী চিকিৎসক কোর্সের অনুমোদন রয়েছে। কিন্তু তিনি প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ডে বিভিন্ন কোর্সের ভর্তির ভূয়া বিজ্ঞাপণ দিয়ে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছেন বলেই জরিমানা করা হয়।