পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৪ হাজার ৩১৬ জন সৌদি আরবে পৌঁছেছেন। আগামী ১ জুনের মধ্যেই বাকি হজ্বযাত্রীরা সৌদি আরবে পৌঁছে যাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় হজ¦ ক্যাম্প সংবাদ সম্মেলনে হজ¦ ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজ¦যাত্রী পরিবহন শুরু হয়। হজ¦ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বেশি থাকায় এবং হজ¦ এজেন্সির বাড়িভাড়ার সময়ের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় হজ¦যাত্রী পরিবহনে কিছুটা শঙ্কা দেখা দেয়। হজ¦যাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে আমরা সেটাও অনেক আগেই সমাধান করেছি।
তিনি বলেন, আগামী ৩১ মে’র মধ্যে হজ¦যাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর যে সময়সীমা ছিল, তা ‘বিশেষ কারণে’ একদিন বাড়াতে হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ৭৪ হাজার ৩১৬ জন বাংলাদেশি ইতোমধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামী ১ জুনের মধ্যেই বাকি হজ¦যাত্রীরা সৌদি আরবে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। হজ¦যাত্রীদের সেবার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ পয়েন্টে হজ¦কর্মী নিয়োজিত থাকবেন। তাদের জন্য পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছি আমরা। এছাড়া, হজ¦যাত্রীদের যেকোনো অভিযোগ বা অনুযোগ খতিয়ে দেখে তাৎক্ষণিক সমাধানেরও চেষ্টা করা হবে।
সৌদি সরকারের নতুন নতুন নিয়ম-কানুনের কারণে আমাদের মাঝে মধ্যেই কিছু সংকটের মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, তবে হজের খরচ কমাতে সরকারের চেষ্টার কমতি ছিল না। যৌক্তিকীকরণে হজের খরচ ছিল আমাদের অন্যতম অগ্রাধিকার। সেটি কমানোর বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা। ধর্ম উপদেষ্টা বলেন, হজ ব্যবস্থাপনায় সম্মানিত প্রত্যেক স্টেকহোল্ডারের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পেয়েছি আমরা। সুষ্ঠু ও সুন্দর হজ¦ ব্যবস্থাপনার জন্য আন্তরিকতার সঙ্গে আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। হজ¦ ব্যবস্থাপনার পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি সে বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই আমি। মহান আল্লাহ পাক যেন আমাদের হজ¦ ব্যবস্থাপনাকে সহজ করে দেন। তিনি আরও বলেন, এ দেশ থেকে যেসব হজ¦যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদিতে গমন করবেন, তারা সবাই যেন সুস্থ শরীরে হজ¦ পালন শেষে দেশে প্রত্যাবর্তন করতে পারেন, সে বিষয়েও দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি।