ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

গতকাল রোববার সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি বাজার এলাকায় নির্বাচনি প্রচারকালে এমন অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দলের বড় বড় অনিয়ম প্রশাসনের চোখে পড়ে না। তবে ছোটখাটো বিষয় নিয়েও অন্য প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসময় নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নাসীরুদ্দীন বলেন প্রশাসনের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

এসময় বিএনপির সমর্থকদেরও ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে এজিবি কলোনি, মতিঝিল মডেল স্কুল ও এজিবি কলোনি হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন তিনি।

এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রচারণায় স্থানীয় ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। নির্বাচিত হয়ে সংসদে গেলে হাদি হত্যার বিচারের দাবি তুলবো। শহীদ ওসমান হাদির স্বপ্ন পূরণে নিরাপদ ঢাকা-৮ গঠন করে ‘ইনসাফের সমাজ’ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।