চলতি বছরের হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষ্যে হজ্ব এজেন্সি ও হজ্বযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ¦ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল রোববার এ বিষয়ে হজ¦ এজেন্সি মালিকদের পাশাপাশি হজ¦যাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, হিজ¦রি ১৪৪৭/২০২৬ সালের হজ¦যাত্রীদের প্রি-হজ¦ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজ¦যাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এ ছাড়া, ‘হজ¦ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী, প্রত্যেক হজ¦ এজেন্সির মোট হজ¦যাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ¦ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজ¦যাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠাতে হবে।

তবে, কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ¦ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে মন্ত্রণালয়।

এ অবস্থায়, নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

টিকা গ্রহণের আগে হজ¦যাত্রীদের ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক : হজ¦যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, হজে যাওয়ার আগে টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে মোট ১১ ধরনের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব পরীক্ষা শেষ করে স্বাস্থ্য সনদ সংগ্রহ করতে হবে হজ¦যাত্রীদের।

হজ¦যাত্রীদের টিকা নেওয়ার আগে আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশগ্রহণে ইচ্ছুক হজ¦যাত্রীদের টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো সময়মতো সম্পন্ন করা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হজ¦যাত্রীদের যেসব পরীক্ষা করাতে হবে, সেগুলোর মধ্যে রয়েছেÑইউরিন আর/এম/ই, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), এক্স-রে চেস্ট (পি/এ ভিউ) রিপোর্টসহ, ইসিজি রিপোর্টসহ, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর) এবং ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং।

এ ছাড়া দুরারোগ্য ব্যাধি বা জটিল রোগে আক্রান্ত হজ¦যাত্রীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছেÑহৃদ্যন্ত্রের অকৃতকার্যতার সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতায় এস. ক্রিয়েটিনিন ও ইউএসজি অব কিইউবি, লিভার সিরোসিসের সন্দেহে ইউএসজি হোল অ্যাবডোমেন ও আপার জিআইটি এন্ডোস্কপি এবং দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে স্পুটাম ফর এএফবি, সিটি স্ক্যান অব চেস্ট, সিরাম বিলিরুবিন, এসজিপিটি ও অ্যালবুমিনÑগ্লোবিউলিন রেশিও পরীক্ষা।

স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দিয়ে টিকা গ্রহণ করতে হবে। টিকা সম্পন্ন হওয়ার পর হজ¦যাত্রীদের স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।

হজ¦সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ¦ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।