রাষ্ট্রদূত মসুদ মান্নানকে সভাপতি ও ফরিদা মনি শহীদুল্লাহকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কেন্দ্র। গত ১৪ জুন শনিবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ কমিটির মধ্য দিয়ে পেন বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছে ।

নবগঠিত নির্বাহী কমিটিতে সহসভাপতি হয়েছেন অধ্যাপক ড. নাশিদ কামাল। অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ ফেরদৌসী মাহমুদ ও যুগ্ম সম্পাদক করা হয়েছে এডভোকেট শাহানারা স্বপ্নাকে। নির্বাহী সদস্য হয়েছেন জেসমিন খান শপা, সারাহ আনজুম বারী, মোহাম্মদ নিজামুদ্দীন, মিস আনিলা।

নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ফরিদা হোসেন।উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন অধ্যাপক নিয়াজ জামান, অধ্যাপক কাজী আলতাফ হোসেন, রুমানা চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও শামসুল আলম বারী।

সভায় জানানো হয়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সংগঠনের ইমেরিটাস সভাপতি ফরিদা হোসেন একটি জরুরি সভা আহবান করেন। সেখানে তিনি একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেন এবং তিন মাসের মধ্যে বার্ষিক সাধারণ সভা করে এই কমিটিকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।