রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর থানার পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের একটি ৭ তলা বাসায় পৌঁছায়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন গৃহকর্মীর খোঁজ চালানো হচ্ছে।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর গৃহকর্মী পালিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা শোকাহত এবং আতঙ্কিত। স্থানীয়রা জানান, পরিবারটি শান্ত ও অভিজ্ঞ নাগরিকদের মধ্যে পড়ে এবং আগে কখনও এ ধরনের সহিংসতার সঙ্গে জড়িত ছিল না।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত মা ও মেয়ে সাধারণত সকালের সময় বাসায় ছিলেন। গৃহকর্মীকে তারা নিয়মিত দায়িত্বে রাখতেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, বাসার সিসিটিভি ফুটেজ এবং প্রতিবেশীদের বিবরণ সংগ্রহ করা হচ্ছে। তাছাড়া, হামলার সময় কী ঘটেছিল তা খতিয়ে দেখার জন্য পুলিশ বাসার অভ্যন্তরীণ পরিদর্শন করছে।