সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা আয়োজিত ও সৌদি আরব সরকারের আয়োজনে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশসমূহের ১১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে ৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। শনিবার সৌদি আরবের রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বছরের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিপাদ্য ছিল “Driving inclusive industrialization in LDCs: Investment, Innovation and Partnerships”।
সম্মেলনে টেকসই শিল্পোন্নয়নের জন্য বিনিয়োগ ও অর্থায়ন মবিলাইজেশন এবং এলডিসি থেকে অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতে রূপান্তরমুখী শিল্প নীতি প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুটি উচ্চ পর্যায়ের থিম্যাটিক প্যানেল অনুষ্ঠিত হয়। স্বল্পোন্নত দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি, বেসরকারি খাতের প্রতিনিধি ও অংশীদাররা সম্মেলনে অংশগ্রহণ করেন। শিল্প উপদেষ্টা “Shaping LDCs Industrialization Agenda: Ministerial Dialogue on Investment, Innovation and Partnership” শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।
তিনি বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের যাত্রা তুলে ধরেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তিনটি অগ্রাধিকার শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য দারিদ্র্য এর ওপর গুরুত্ব আরোপ করেন। শিল্প উপদেষ্টা আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয় শিল্পনীতি ২০২২-এর আলোকে স্মার্ট উৎপাদন ও ভ্যালু চেইন সংযুক্তিকরণের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, বিনিয়োগ, উদ্ভাবন এবং অংশীদারিত্ব এলডিসিগুলোর টেকসই শিল্পায়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। এছাড়া তিনি শিল্পোন্নয়নের মেরুদ- হিসেবে এসএমই খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এলডিসিগুলোর টেকসই উন্নয়নে এর কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। শিল্প উপদেষ্টা এলডিসি সদস্য রাষ্ট্রসমূহের জন্য প্রস্তাবিত মন্ত্রী পর্যায়ের ঘোষণা বিষয়ে আয়োজিত অনানুষ্ঠানিক অধিবেশনে সহ-সভাপতি হিসেবে অধিবেশনটি পরিচালনা করেন। সম্মেলনের এই ফলাফল দলিলটি ইউনিডোর ২১তম সাধারণ সম্মেলনে জিসি-২৩-২৭ নভেম্বর ২০২৫ তারিখে রিয়াদে গৃহীত হবে। ভিয়েনাস্থ ইউনিডোয় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসানও প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেন।