সরকার বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা–৬ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে উপসচিব আনোয়ার পারভেজ স্বাক্ষর করেন।

নথিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ব ইজতেমা মাঠে ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। তবে নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ওই স্থানে যেকোনো ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সময়সূচি অনুযায়ী খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে বলা হয়েছে।

সূত্র জানায়, আগামী ২ থেকে ৪ জানুয়ারি তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ি নেজাম (জুবায়েরপন্থি) ২ থেকে ৪ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তিন দিনের খুরুজের জোড় নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

এরই পরিপ্রেক্ষিতে তাবলিগ জামায়াত বাংলাদেশ (সাদপন্থি) শুরায়ে নেজাম খুরুজের জোড়ের নামে ইজতেমার আয়োজন করছে বলে সরকারের কাছে অভিযোগ করে জানায়, খুরুজের জোড় বন্ধ না করলে তারা ২২ থেকে ২৪ জানুয়ারি ইজেতমা করবেন।