বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো খারমা হামু দর্জি। সোমবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন (ফিরোজা) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থারও খোঁজখবর নেন রাষ্ট্রদূত। তারা একান্তে কিছু সময় কথা বলেন। এসময় দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।