বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহজালালবাগ ইউনিটের উদ্যোগে ঢাকা-৪ সংসদীয় এলাকায় বুধবার (০৩ ডিসেম্বর) রাতে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কদমতলী থানা সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৫৩ নং ওয়ার্ড সভাপতি মো. বিল্লাহ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক মাস্টার আবু সাঈদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্যামপুর অঞ্চল সভাপতি আবদুর রহমান প্রমুখ।