আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করায় নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (নোয়াব)কে ধন্যবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে।
গতকাল বুধবার এক বিবৃতিতে ডিইউজে’র সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংবাদপত্র ৬ দিন বন্ধ রাখার জন্য নোয়াবের কাছে চিঠি পাঠানো হয়েছিল। নোয়াব কর্তৃপক্ষ গুরুত্ব বিবেচনা করে সাংবাদিকদের ঈদের ছুটি ৫ দিন ঘোষণা করেছেন। ফলে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত পত্রিকা প্রকাশিত হবে না। একই সঙ্গে বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা যাতে ৫ দিন ছুটি পায়, সেজন্য টিভি মালিকদের সংগঠন অ্যাটকোর প্রতি দাবি জানান তারা।