দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার সাংবাদিক নেতা সামছুল আরেফিন স্ট্রোকজনিত কারণে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তির সংবাদ পেয়ে গতকাল শুক্রবার হাসপাতাল ছুঁটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি সিনিয়র এই সাংবাদিকের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে পরিবারকে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভের অসিয়ত করেন। পরে তিনি মহান রবের দরবারে সাংবাদিক সামছুল আরেফিনের সুস্থতা ও নেক হায়াত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। প্রেস বিজ্ঞপ্তি।