বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ জারি করার সংবাদটি সর্বপ্রথম প্রকাশ করেছে দৈনিক সংগ্রাম। গতকাল মঙ্গলবার পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় “ হাসিনা কাদেরসহ ১১ জনের বিষয়টি ইন্টারপোলের আইনী পর্যালোচনাধীন- বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারী” শীর্ষক সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশ করে। এরপর সংবাদমাধ্যমে তোলপাড়সহ খবরটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিনভর সংগ্রামে প্রকাশিত সংবাদটি নিয়ে সংশ্লিষ্ট অপরাধ বিষয়ক বিটের সংবাদকর্মীদের খোঁজখবর নেয়ার মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে পুলিশ সদর দফতর।

বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতিসহ নানা অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ তার কর্মের মাধ্যমে বেশ আলোচিত-সমালোচিত। নানা বিতর্ক রয়েছে তাকে ঘিরে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক সংগ্রামকে জানান, গত ১০ এপ্রিল এই রেড নোটিস জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিসের তালিকায় এখনো বেনজীর আহমেদের ছবি বা নাম দেখা যাচ্ছে না।

এআইজি এনামুল হক সাগর বলেন, ইন্টারপোলের ওয়েবসাইটে অধিকাংশ রেড নোটিস নিয়ন্ত্রিত, শুধু আইনপ্রয়োগকারী সংস্থা দেখতে পারে। কিছু আনুষ্ঠানিকতা শেষ হলে বেনজীর আহমেদের নামও সেখানে দেখা যাবে।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজীর। তার আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র‌্যাবের মহাপরিচালক। বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিস জারির ঘটনা এই প্রথম।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আগে থেকেই লোকমুখে আলোচনা ছিল। তবে ২০২৪ সালের মার্চে সংবাদপত্রে তার সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপর বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে এক ডজনের বেশি দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনে তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও তদন্ত চলছে।

দুদক কয়েক দফা তলব করলেও বেনজীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাননি। গত বছর সরকার পতনের পরপরই বিমানবন্দর দিয়ে তার দেশের বাইরে চলে যাওয়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় আসে। এরই মধ্যে দেশের বাইরে থেকে সমমনাদের নিয়ে বেনজীরের ভার্চুয়াল বৈঠকের খবর আলোচনার জন্ম দেয়। এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যসোসিয়েশন প্রতিবাদও জানায়।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনাসহ যে ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, তাঁদের মধ্যে বেনজীর আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য-উপাত্ত যুক্ত করা হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলেই ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান চলাকালে গত বছরের ৪ মে সপরিবার দেশ ছাড়েন বেনজীর। বর্তমানে বেনজীর সপরিবারে ফ্রান্সে বসবাস করছেন বলে একটি নির্ভরযোগ্য সুত্র জানায়।