রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নিহতরা হচ্ছেন- মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) ও সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। প্রথমে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সকাল ৬টার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একে একে দু’জনকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বলেন, ভোরের দিকে মৌচাক ফ্লাইওভারে সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নিহতদের লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এঘটনায় আহত মোটরসাইকেল আরোহী আরেকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত শিক্ষার্থীর ফুপা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গত রাতে (বুধবার) তার বন্ধুর সাথে ইয়াসিন আরাফাত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে সংবাদ পাই তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তাদের বাড়ি মুগদা এলাকায়। তার বাবার নাম জহিরুল ইসলাম। নিহত সিএনজি অটোরিকশা চালকের ছেলে বাবুল তালুকদার জানিয়েছেন, ভোরে তার বাবা সিএনজি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন, পরে হাসপাতাল থেকে সংবাদ পাই বাবা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন। হাসপাতালে এসে তার লাশ দেখতে পাই। নিহত নয়ন তালুকদারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মগড়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুরে পরিবার নিয়ে থাকতেন।
এদিকে খিলগাঁও ফ্লাইওভারে কভার্ড ভ্যান চাপায় বাইক আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা বলে জানিয়েছেন খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে। ৩২ বছর বয়সি রুবেল হক নায়েক হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি পুলিশের বাদক দলের সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে।
যুবককে কুপিয়ে হত্যা: হাজারীবাগের ঝাউচর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিপন (২৪) হাজারীবাগ বড় মসজিদ এলাকার বাসিন্দা, তার বাবার নাম শাহ আলম। বুধবার রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঝাউচর সিয়াম স্কুলের গলিতে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান জানান।