শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম এর আওতায় জেলা পর্যায়ের মিডিয়া কর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুরস্থ ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে ইউনিসেফ, বিশ^ স্বাস্থ্য সংস্থা এবং ঘাবী (এধার) এর সহযোগিতায় দিনব্যাপী গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়ন্টেশন কর্মশালা অনুষ্ঠিত। ঢাকা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ফায়জুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, সাংবাদিক বোরহান উদ্দিন প্রমুখ। এছাড়াও কর্মশালায় ঢাকার প্রায় অর্ধশত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক ফায়জুল হক।

মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদন কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করা হবে; বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত এর কোনো পাশর্^প্রতিক্রিয়া নেই। তবে টিকা দেয়ার পর টিকা কেন্দ্রে আধা ঘন্টা আবস্থান করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় যার মধ্যে ৮,০০০ জন মৃত্যু বারণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে টিকা প্রদান উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় সারাদেশে টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়স (নবম শ্রেণি) পর্যন্ত। সারাদেশের শিশুদেরকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ঢাকা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মো. শাহ আলমের সভাপতির বক্তব্যে বলেন, ভ্যাকসিন বা টিকা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে। কিন্তু টিকা গ্রহণের মাধ্যমে যক্ষা, ডিফথেরিয়া, হাম রুবেলা, পোলিও, হুপিংকাশি, হেপাটাইটিস বি ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কার্যকারিতা পাওয়া গেছে। কাজেই সব ধরনের অপপ্রচার প্রতিরোধ করে ভ্যাকসিনেশন কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ জন্য সাংবাদিকরা প্রচারের জন্য এই টিকার গুরুত্ব তুলে ধরে টাইফয়েড ক্যাম্পেইনের খবর ও সফলতা জাতীয় পত্র-পত্রিকাসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে ভূমিকা রাখতে পারেন।