বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশের গুণী শিক্ষকদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে, গতকাল ৫ আগস্ট ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘সিনিয়র মাদরাসা শিক্ষক’ ক্যাটাগরিতে গুণী শিক্ষকের সম্মাননা অর্জন করেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুলাø হ আল মামুন। শিক্ষাক্ষেত্রে অবিচল নিষ্ঠা এবং লব্ধ জ্ঞানের আলো ছড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব রেহানা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন গণপ্রজাতন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান Dr. Susan Vize , সম্মানিত অতিথি Islamic World Educational, Scientific and Cultural Organization-ICESCO এর ডিরেক্টর জেনারেল Dr. Salim M. Almalik.