পাক-ভারত চলমান যুদ্ধে ভারতের দুদিনে শতাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের হামলায় গত বুধবার ২৫টি ড্রোন ও বৃহস্পতিবার ৭৭টি ভারতের ড্রোন ভূপাতিত হয়েছে। যার মধ্যে বেশির ভাগ ড্রোন ইসরাইল-নির্মিত। ভারতশাসিত কাশ্মীরে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এ অবস্থায় বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা ভারতের। এর আগে কাশ্মীর ইস্যুতে সীমান্ত উত্তেজনায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের পাইলটরা। পাকিস্তানের এমন দাবি স্বীকার করেনি ভারত। তবে এবার খ্যাতনামা ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভারতের বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে। চীনের তৈরি এইচ-কিউ-৯ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে ভারত সরকারকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ভারতীয় সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, এই হামলায় পাকিস্তানী সেনা ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু ছিল না। এছাড়াও ভারতশাসিত কাশ্মীরের জম্মু বিমানবন্দরে বৃহস্পতিবার দিবাগত রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের পর পুরো জম্মু শহরে সাইরেন বাজতে শুরু করে এবং ব্ল্যাকআউট পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে আবারও নিজেদের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে পাকিস্তান। সেই লক্ষ্যে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করছে বলেই মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। এদিকে পাক-ভারত যুদ্ধকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বের জনপ্রিয় আসর আইপিএল খেলা ১ সপ্তাহের জন্য স্থগিত এবং পাকিস্তান সুপার লীগ-পিএসএল এর বাকী ম্যাচগুলো আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। খবর রয়টার্স, আল-জাজিরা, বিবিসি, এনডিটিভি, জিও নিউজ, ডন, দ্যা হিন্দু।
এছাড়াও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, ভারতের পাশে আজ কোনও দেশ নেই, শুধু ইসরাইল ছাড়া। জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানী সংবাদমাধ্যম দ্য ডন।
ভারতীয় গণমাধ্যগুলোতে বলা হয়েছিল, হামলাটি পাকিস্তান করেছে। তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, পাকিস্তান এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ঘোষণা দিয়ে হামলা করবে না। যখন হামলা হবে পুরো বিশ্ব সেটা দেখবে। তবে কখন এবং কীভাবে হামলা হবে তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। ভারত সরকার জানিয়েছে, পেহালগাম হামলার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ ও মর্টার হামলা বৃদ্ধি করেছে। কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে বর্তমানে মর্টার ও হেভি ক্যালিবার গোলাবর্ষণ চলছে। এসব হামলায় এখন পর্যন্ত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। একজন ভারতীয় সেনাও প্রাণ হারিয়েছেন।
ভারতের ৭৭ ড্রোন গুলী করে নামিয়েছে পাকিস্তান: গত মঙ্গলবার দিবাগত রাত ১টার পর থেকে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের একাধিক জায়াগায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতীয় বিমান, সেনা ও নৌবাহিনী। পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ৬টি ড্রোন গুলী করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের ৭৭টি ড্রোন ধংস করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ভারতের ২৫টি ড্রোন গুলী করে নামানো হয়েছে। দেশটির তিনটি শহরে ছয়টি ইসরাইল-নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। সূত্র অনুসারে, এখন পর্যন্ত মোট ৭৭টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে।
পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র ও আইএসপিআরে প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরাইলের তৈরি ভারতের হারোপ মডেলের ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে মোট কয়টি ড্রোন পাঠানো হয়েছিল সেটি উল্লেখ করেননি তিনি। ইসরাইলী তৈরি হারপি কামিকাজি ড্রোন ব্যবহার করে ভারতসহ বেশ কয়েকটি দেশ। ড্রোনগুলো লাহোর, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, চকওয়াল, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি, করাচি, চোর, মিয়ানো এবং আটক এলাকায় প্রতিহত করা হয়েছে বলে জানান তিনি। ডিজি আইএসপিআর বলেন, একটি ড্রোন আংশিকভাবে লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এছাড়া সিন্ধুর মিয়ানো এলাকায় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
পাকিস্তানের বোমা হামলায় প্রকম্পিত জম্মু-কাশ্মীর, ভারতের বিভিন্ন শহরে ব্ল্যাকআউট: কাশ্মীরের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা বিকট শব্দ শুনে রাস্তায় বেরিয়ে আসেন এবং একপর্যায়ে এলাকা অন্ধকারে ঢেকে যায়। জম্মুর গুজ্জর নগর সেতুর কাছে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বিমানবন্দরের কাছে ১৬টি অজ্ঞাত বস্তু পড়ে থাকতে দেখেছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে যাওয়া হয়েছে এবং শহরজুড়ে এয়ার সাইরেন বাজানো হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ভাতিন্ডা, চণ্ডীগড়সহ অন্তত ১৫টি সামরিক ঘাঁটি। চন্ডীগড় শহরের প্রশাসন বলছে, বিমান হামলার সঙ্কেত দিতে সাইরেন বাজানো হচ্ছে এবং দ্রুত ব্ল্যাকআউট করে দেওয়া হচ্ছে। জম্মুরই আরেক শহর রাজৌরিতে প্রশাসন ব্ল্যাক আউট করে দিতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে। এর আগে বিবিসির সংবাদদাতা দিব্যা আরিয়া জানিয়েছিলেন যে, জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে। জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল।
ইসরাইল ছাড়া ভারতের পাশে কেউ নেই-খাজা আসিফ: প্রতিরক্ষামন্ত্রী আসিফ জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। চলমান এ পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরব, চীন ও কাতারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেন তিনি। এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, ৮ ও ৯ মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে। ভারতের অভিযোগ, বৃহস্পতিবার ভারত-শাসিত কাশ্মীরের জম্মু, উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
ভারত সরকারকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্রের: ভারত সরকারকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি ভারতের হামলাকে ‘ফ্যান্টম ডিফেন্স’ বা ‘ভৌতিক প্রতিরক্ষা’ হিসেবে অভিহিত করেছেন। এই সামরিক মুখপাত্র আরও বলেছেন, পাকিস্তান যখন ভারতে হামলা করবে, তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে।
বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা: ভারতে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, রাজস্থান এবং হিমাচল প্রদেশের ২৪টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (বিসিএএস) দেশটির সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, সকল বিমানবন্দরে সকল যাত্রীর জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং (এসএলপিসি) করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এয়ার মার্শালও মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া, বিসিএএস-এর উদ্ধৃতি দিয়ে ঢ-এ জানিয়েছে যে, এখন থেকে অভ্যন্তরীণ যাত্রীদের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে এবং চেক-ইন ৭৫ মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে। বিবিসি।