বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, আল্লাহর কালামকে আঁকড়ে ধরতে পারলে জাতীয় ও দৈনন্দিন জীবনের সমস্যা দূর করা যাবে।

গতকাল রোববার জামায়াতে ইসলামী, হাতিরঝিল থানা পশ্চিমের দিলু রোড ছাতা মসজিদে নির্বাচনী গণসংযোগ উপলক্ষে আসরের সালাত আদায় করেন এবং সালাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর তিনি দিলু রোড মহল্লায় অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাতিরঝিল পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমীর জনাব নূরুল ইসলাম আকন্দ, থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আকতার হোসাইন, শামীম হোসাইন, ওয়ার্ড সভাপতি ইকবাল হোসেইন, নবী হোসাইনসহ অন্যান্য শাখার সর্বস্তরের নেতা কর্মীরা ও এলাকাবাসী। প্রেস বিজ্ঞপ্তি।