অলিম্পিক ইন্ডাস্ট্রিস পিএলসি ৪৬তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনলাইন এ অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই। সভায়, শেয়ারহোল্ডার বৃন্দ কোম্পানীর ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও পরিচালক পরিষদের প্রতিবেদন গ্রহণ বিবেচনা এবং অনুমোদন করেন; ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৩০% নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন; তিন জন পরিচালকের অবসর (আবর্তন) গ্রহণ ও পুনরায় নিয়োগ অনুমোদন; স্বাধীন পরিচালক নিয়োগ অনুমোদন; মেসার্স; শফিক বসাক এবং কোং, চার্টার্ড অ্যাকান্ট্যান্টস কে ২০২৫- ২০২৬ অর্থ বছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষক এবং হুদা এন্ড কোং, চার্টার্ড অ্যাকান্ট্যান্টস কে সিজিসি কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগের অনুমোদন করেন। প্রেসবিজ্ঞপ্তি।