জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিতের আদেশ দিয়েছে আদালত। একই ধরনের আদেশ এসেছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসানেরে বিষয়েও। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন।

তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র স্থগিতের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আবেদনে বলা হয়, গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র স্থগিত করা প্রয়োজন।

তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র স্থগিতের আবেদন করেন দুদকের দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী। আবেদনে বলা হয়, এই দুজন অবৈধ সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে গেলে তাদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান ব্যাহত হতে পারে। এর আগে শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি স্থগিতের আদেশ দেয় আদালত। নিষেধাজ্ঞার মুখে পড়া চারজনের মধ্যে গাজী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন।