বিএনপি নেতা ইশরাক হোসেনের ঘোষণার পর ঈদুল আজহা ঘিরে নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিল হলেও নগর ভবনের তালা খোলেনি। এতে টানা ২২দিন ধরে বন্ধ আছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন।
ডিএসসিসির একজন কর্মকর্তা গতকাল বুধবার দৈনিক সংগ্রামকে বলেন, নগর ভবনের তালা এখনও খোলেনি। এ কারণে অফিসে যেতে পারছেন না তারা। আমি আজও গিয়েছিলাম। কিন্তু ভেতরে যাওয়া যাচ্ছে না। এ কারণে দুপুর পর্যন্ত আশপাশে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি।
তবে সামনে ঈদ থাকায় গতকাল বুধবার ভান্ডার, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ এবং পরিবহন এই চারটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে পেরেছেন। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে ইশরাক সমর্থক, ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মী ও বিএনপি নেতাকর্মীরা। টানা আন্দোলন ও কর্মসূচির কারণে সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ আছে। এ জন্য নাগরিক সেবায় যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে, যার দায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ওপর দিয়েছেন ইশরাক সমর্থকরা। এবং উপদেষ্টাকে পদত্যাগেরও আহ্বান জানিয়েছেন তারা।
গতকাল বুধবার দুপুরে নগর ভবনে গিয়ে দেখা গেছে, প্রধান ফটকে তালা দেওয়া। এ অবস্থায় ভেতরে যেতে পারছে না কেউ।