বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার গুজব ছড়িয়ে দেশ-বিদেশে চরম বিভ্রান্তি ও নিরাপত্তা জটিলতা তৈরি করায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
জানা গেছে, পরকীয়া প্রেমিকাকে নিয়ে যেন ছেলে নেপাল যেতে না পারে, সেজন্য মা নিজেই ফোন করে বোমা থাকার ভুয়া তথ্য দেন।
শনিবার ( ১২ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মহাপরিচালক (ডিজি) একে এম শহিদুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল (১১ জুলাই) বিকেলে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিতে ট্যাক্সি করছিল, তখন একটি অচেনা নম্বর থেকে কল দিয়ে বিমানটিতে বোমা রয়েছে বলে জানানো হয়। সঙ্গে সঙ্গে টাস্কফোর্স ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি শুরু করে। প্রায় তিন ঘণ্টার তল্লাশির পর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
র্যাব ডিজি বলেন, অনুসন্ধানে জানা যায়—ইমন নামের এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ফ্লাইটে কাঠমান্ডু যাচ্ছিলেন। বিষয়টি জানার পর তার মা ও স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে বন্ধু ইমরানের পরামর্শে ইমনের মা নিজেই বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে ফোন করেন। পরিকল্পনার অংশ হিসেবে ইমরান ও আরও একজন সহযোগিতা করেন। ঘটনার তদন্তে এই তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব প্রধান বলেন, “এ ধরনের কর্মকাণ্ড শুধু দেশের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, জাতীয় নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করে। ভবিষ্যতে কেউ এমন দুঃসাহসিক অপরাধ করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টার দিকে ফ্লাইটটিতে ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। বোমা সংক্রান্ত ফোনের পর পরই বিমানবাহিনী, এভসেক, এপিবিএন ও র্যাবের সমন্বিত টিম নিরাপত্তা বলয় তৈরি করে। রাত ৭টা ৫৮ মিনিটে নিরাপত্তা তল্লাশি শেষ হয়।