কাতারের রাজধানী দোহায় ইসরাইলী হামলার পরিপ্রেক্ষিতে জরুরি আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি কাতারের উদ্দেশ্যে ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন। দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরাইলী বিমান হামলার প্রতিবাদে আজ সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার সরকারের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন।
দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরাইলী বিমান হামলার প্রতিবাদে আজ আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। কাতার সরকারের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি কাতারের উদ্দেশে ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন। আজ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা। কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি জানিয়েছেন, সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে, যা আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উত্থাপন করা হবে। তিনি বলেন, এই সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন।
ইসরায়েলের এই হামলাকে কাতার ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছে। এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি জানিয়েছেন, দোহায় হামাস আলোচকদের আবাসিক প্রাঙ্গণ লক্ষ্য করে চালানো এই হামলা কাপুরুষোচিত আগ্রাসন এবং ইসরায়েল কর্তৃক পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতিনিধিত্ব করে। এই সম্মেলনের তাৎপর্য হলো কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন।
গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে ইসরাইলী বিমান হামলায় ৫ হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর দীর্ঘদিন ধরেই গাজা যুদ্ধের অবসানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দোহায় পৌঁছেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ হিসেবে নিন্দা জানিয়ে দোহাকে পূর্ণ সংহতির আশ্বাস দিয়েছে।