বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর এখন হামলা হচ্ছে। একদিকে প্রশাসনে দলীয়করণ অপরদিকে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়নি। ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশও তৈরি হয়নি। এই পরিস্থিতিতে অংশগ্রহনমূলক নির্বাচন সম্ভব নয়।
গত শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি, জামায়াত মনোনীত শেরপুর -১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনে দলীয়করণ বন্ধ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তবে তার আগে নভেম্বরের মধ্যে গণভোটের সম্পন্ন করতে হবে। জুলাই সনদে স্বাক্ষর হলেও এখনো সরকার সনদ বাস্তবায়নের উপায় স্পষ্ট করেনি এবং আদেশ জারি করতে পারেনি। গড়িমসির কারণ জাতির সামনে স্পষ্ট করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি দলের নেতাকর্মীরা এখন আক্রমণ করতে শুরু করেছে। তারা কখনো ফেসবুক, ইউটিউবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রোপ্রাগান্ডা ছড়াচ্ছে আবার কখনো জামায়াতে ইসলামীর লিফলেট-ব্যানার ছিঁড়ে ফেলছে। এখন তারা জামায়াতে ইসলামীর প্রার্থীদের গাড়িতেও হামলার পথ বেঁচে নিয়েছে! কতটা দেউলিয়াত্বে পৌঁছালে একটি রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলকে আক্রমণ করতে পারে তা বলার অপেক্ষা রাখে না। জামায়াতে ইসলামী প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করে না, করবে না। জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে সামাজিক কার্যক্রম অব্যাহত রেখে জনগণের আস্থা অর্জন করেছে। জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক দল হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়নি, জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক সংগঠন।
তিনি আরও বলেন, জনগণকে শোষনমুক্ত করতে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বিকল্প নেই। অতীতে যারা বৈষম্যের সৃষ্টি করেছে তাদের দ্বারা বৈষম্যহীন দেশ গড়া সম্ভব হবে না। বৈষম্যহীন দেশ গড়তে নতুন নেতৃত্বে নির্বাচিত করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। আগামীতে ঢাকা-৮ আসনের জনগণ তাকে নির্বাচিত করলে তিনি জনসাধারণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস-চাঁদাবাজ, মাদক মুক্ত করে শান্তির নীড় হিসেবে গড়ে তুলবেন জানিয়ে তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে উপস্থিত ছিলেন মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাছিম বিল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন চঞ্চল, শাহজাহানপুর পূর্ব থানা সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন, বিকেএফ’র সহকারী সেক্রেটারি মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।