প্রবাসে বসে এনআইডি পাওয়ার তালিকায় যুক্ত হচ্ছে আরও এক দেশ। আগামী জুলাই মাসে জাপানে বসবাসরত বাংলাদেশিদের ভোটার কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার টোকিও সফরে বিষয়টির ঘোষণা দেয়ার কথা রয়েছে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৫ জুলাই থেকে জাপানে ভোটার কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছি। প্রধান উপদেষ্টা দেশটিতে সফরে রয়েছেন। তিনি সেখানে বিষয়টি ঘোষণা করার কথা রয়েছে। বর্তমানে নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এসব দেশ থেকে ৪৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
রাজধানী
জুলাইয়ে জাপানে প্রবাসী ভোটার কার্যক্রম শুরু করবে ইসি
প্রবাসে বসে এনআইডি পাওয়ার তালিকায় যুক্ত হচ্ছে আরও এক দেশ। আগামী জুলাই মাসে জাপানে বসবাসরত বাংলাদেশিদের ভোটার কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।